১০ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭

অন্ধ হাফেজ আলতাব হোসেনের ইন্তেকাল

শেয়ার করুন:

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া পৌরসভাধীন কোনবাড়িয়া নিবাসী উত্তরবঙ্গে আলোড়ন সৃষ্টিকারী ইসলামী আলোচক উদ্দীয়মান বক্তা অন্ধ হাফেজ আলতাব হোসেন আজ (০৩ এপ্রিল)হৃদরোগে আক্রান্ত হন। ১ম তাকে সাঁথিয়া হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবন্নতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে  এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে (০৩ এপ্রিল) দুপুর ২.৩০ মিনিটে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ……রাজিউন)। মৃত্যুকালে তিনি  স্ত্রী,  ১ছেলে ,৩ মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে যান। মরহুমের ১ম জানাযা নামাজ তার জন্মস্থান মাজাট গ্রামে রাত সাড়ে ৭টায় এবং সাঁথিয়ার চক নন্দনপুর মাদরাসা মাঠে রাত ১০টায় ২য় নামাজে জানাযা শেষে স্থানীয়  চকনন্দনপুর কবরস্থানে দাফন করা হবে।##