১১ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭

আওয়ামী লীগ আর এ দেশে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে না’ — সারজিস আলম

শেয়ার করুন:

রাজধানীতে এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে সারজিস আলম আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘খুনি হাসিনা ও আওয়ামী লীগ কোনোভাবেই আর এ দেশে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে না।’

মঙ্গলবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সারজিস আলম বলেন, ‘দেশে গণতন্ত্র নেই, জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। আমরা জনগণের পক্ষে দাঁড়িয়েছি। যারা এই অন্যায় করেছে, তারা ভবিষ্যতে কোনোভাবেই রাজনীতি করতে পারবে না।’

এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে একাধিক নেতা এ মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মাহবুবুল হক বলেন, ‘এ ধরনের ভাষা ব্যবহার অনভিপ্রেত। গণতন্ত্রে মতপ্রকাশের অধিকার থাকলেও তা যেন শিষ্টাচারের মধ্যে থাকে।’

বিএনপির একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘সরকারবিরোধী মত প্রকাশ করলেই এখন যেকোনো মন্তব্যকে “উস্কানিমূলক” বলে আখ্যা দেওয়া হয়। এটি মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী।’

সারজিস আলমের বক্তব্যের বিষয়ে নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা বাহিনী বা সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সাম্প্রতিক সময়ে দেশের রাজনীতিতে উত্তেজনা বেড়েছে। এরই মধ্যে বিভিন্ন নেতার বক্তব্য ও পাল্টা-বক্তব্যে রাজনৈতিক পরিবেশ আরও সংবেদনশীল হয়ে উঠছে।