আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর যমুনার সামনে বৃহৎ জমায়েতের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার জুমার নামাজের পর শুরু হয় এই গণজমায়েত, যেখানে হাজারো মানুষ অংশ নিয়েছেন।
দুপুর ১২টার পর থেকে বিক্ষোভকারীরা যমুনার সামনের সড়ক ছেড়ে এসে পূর্ব পাশে ফোয়ারার সামনে স্থাপিত মঞ্চের সামনে অবস্থান নেন। একটি ট্রাকের উপর মঞ্চ তৈরি করে সেখান থেকেই কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। আন্দোলনকারীরা “আওয়ামী লীগ নিষিদ্ধ করো”, “২৪-এর বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই” এবং “ব্যান ব্যান, আওয়ামী লীগ ব্যান”—এমন নানা স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে কাকরাইল মসজিদের দিকে যাওয়ার রাস্তাগুলোতে ব্যারিকেড বসিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সরব উপস্থিতি দেখা গেছে পুরো এলাকাজুড়ে।
এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে এই কর্মসূচি বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুরু হয়। শুক্রবার সকালেও অবস্থান কর্মসূচি চলমান থাকে, যা বিক্ষোভকারীদের শক্তিশালী উপস্থিতিতে রূপ নেয়। তাদের দাবি, আওয়ামী লীগকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
প্রসঙ্গত, গত বছরের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। এর পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। জাতিসংঘের তথ্যমতে, অভ্যুত্থান চলাকালে সহিংসতায় প্রাণ হারান প্রায় ১,৪০০ জন।
গত বুধবার গভীর রাতে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে আন্দোলন নতুন করে গতি পায়। এনসিপির এ কর্মসূচিতে যোগ দিয়েছে জামায়াতে ইসলামি, ইসলামী ছাত্রশিবির, আপ বাংলাদেশ, জুলাই ঐক্য, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ইনকিলাব মঞ্চ, কওমী মাদরাসার শিক্ষার্থীরা এবং অন্যান্য আন্দোলনমুখী সংগঠনের নেতাকর্মীরা।
বিক্ষোভকারীরা জানিয়েছেন, জুমার নামাজের পর মঞ্চ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।







