আরিফ খান, বেড়া পাবনাঃ কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে পাবনার বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের (৭৫) এর জানাযার নামাজ আজ শুক্রবার বাদজুমআ রাষ্ট্রীয় মর্যাদায় কাশিনাথপুর মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে পারিবারিক কবর স্থানে তার দাফন সম্পন্ন করা হবে বলে জানাযায়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বেড়া উপজেলা নির্বাহী অফিসার আসিফ আনাম সিদ্দিকী উপজেলা চেয়ারম্যানের মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ২৮ আগস্ট আব্দুল কাদের জ¦রে আক্রান্ত হন। এর পর ২ সেপ্টেম্বর তাঁকে সিরাজগঞ্জের এনায়েতপুরে অবস্থিত খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ৩ সেপ্টেম্বর তাঁকে ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ৪ সেপ্টেম্বর তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
আব্দুল কাদের দীর্ঘদিন ধরে বেড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। এ ছাড়া তিনি আওয়ামী লীগের মনোনয়নে ২০১৪ সালে ও গত বছর (২০১৯ সাল) বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। স্বাধীনতার পরে জানির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নগরবাড়িতে যখন মুজিব বাঁধ উদ্বোধন করতে আসেন, সে উদ্বোধনী অনুষ্ঠানের পরিচালনার দায়িত্ব পালন করেন মুক্তিযুদ্ধের সৈনিক আব্দুল কাদের।
বেড়ার ইউএনও জানান, আব্দুল কাদেরের মরদেহ বেড়া উপজেলায় তাঁর নিজ গ্রাম জাতসাকিনী ইউনিয়নের শিবপুরে নিয়ে আসার প্রস্তুতি চলছে। স্বাস্থ্যবিধি মেনে গ্রামের কবরস্থানে তাঁকে দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের (৭৫) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমাবেদনা জ্ঞাপন করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এ্যাড: শামসুল হক টুকু এমপি, পাবনা-২ আসনের এমপি আহম্মেদ ফিরোজ কবির, বেড়া পৌর মেয়র আব্দুল বাতেন, সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সুজানগর উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, সাঁথিয়া পৌর মেয়র মিরাজুল ইসলাম মিরাজ, সুজানগরের পৌর মেয়র আব্দুল অহাব,সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ, বেড়া উপজেলা নির্বাহী অফিসার আসিফ আনাম সিদ্দিকী,সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নুল আবেদীন রানা ও সম্পাদক আবুল কাশেম মোল্লা।








