৮ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭

আজ তাবাচ্ছুমের জন্ম দিন

শেয়ার করুন:

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিÑঃ
আজ শনিবার (৩ অক্টোবর)তাবাচ্ছুম উজ্জ্বল তানহার ৩য় তম জন্ম দিন। তৃতীয় বছর শেষে ৪র্থ বছরে সে পা রাখল। তাবাচ্ছুম ইছামতিনিউজ২৪.কমের সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি উজ্জ্বল হোসেন ও মা রাবেয়া বস্রীর একমাত্র মেয়ে। তাবাচ্ছুমের জন্ম দিনে তার দাদী, বাবা ও মা সকলের কাছে দোয়া চেয়েছে। তার জন্ম দিনে স্থানীয় হাফিজিয়া মাদরাসায় বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।