৭ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২২শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭

আটঘরিয়ায় গ্রামীণ ভেলা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেয়ার করুন:

আটঘরিয়া প্রতিনিধি: পাবনার আটঘরিয়া উপজেলার ঐতিহ্যবাহী রত্নাই নদীতে (সাবডাঙ্গা ঝোলায়) শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী ভেলা বাইচ প্রতিযোগিতা শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

এসময় গ্রামীণ ভেলা বাইচ প্রতিযোগিতা শুভ উদ্বোধন করেন পাবনা জেলা যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুজ্জামান সরকার এর প্রতিনিধি এসআই রিপন। উক্ত প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন প্রবীণ বিএনপির নেতা আবু হানিফ । সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিএনপির নেতা মতিয়ার রহমান। 

উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই প্রতিযোগিতা দেখতে রত্নাই নদীর শাখা সাবডাঙ্গা ঝোলার দুইপাড়ের ভিড় জমায় হাজারো মানুষ।

স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত ভেলা বাইচ প্রতিযোগিতায় চারপাশের বাড়িঘর ও নদীপাড়ে ছিল আনন্দ-উৎসবের আমেজ। নানা বয়সী মানুষ প্রতিযোগিতা উপভোগ করতে ভিড় করেন। দূরদূরান্ত থেকে আত্মীয়-স্বজনও ছুটে আসেন এই আনন্দ ভাগ করে নিতে। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

এমন আয়োজনে গ্রামীণ ঐতিহ্যের প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। তারা প্রতিবছর এমন আয়োজন করার দাবি জানান। উক্ত প্রতিযোগিতার প্রথম দিনে ১২ টি ভেলা অংশ গ্রহণ করেন।