৭ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২২শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭

আটঘরিয়ায় চোরের ছুরিকাঘাতে যুবক নিহতের ঘটনায় ২নং আসামি রাব্বি গ্রেফতার

শেয়ার করুন:

 

২নং আসামি রাব্বিবুধবার (২০ আগস্ট) রাত ৯টার দিকে পাবনার আটঘরিয়ায় সংঘবদ্ধ চোরদের ছুরিকাঘাতে আসাদুল ইসলাম ওরফে জিন্নাহ (২৯) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত আসাদুলের পিতা উকিল খান বাদি হয়ে আটঘরিয়া থানায় আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) ২ জন আসামির নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করলে পাবনা র‌্যাব- ১২ প্রযুক্তির সহায়তায় ২নং আসামি মো: রাব্বি হোসেনকে গ্রেফতার করে। 

গ্রেফতার রাব্বি হোসেন আটঘরিয়া উপজেলার সোনাকান্দর গ্রামের মো: জামাতের পুত্র।  

এর আগে বুধবার রাত ৯টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের পারখিদিরপুর গুচ্ছগ্রামে গ্রামে ঘরের জানালা দিয়ে চোরের একটি দল মোবাইল ফোন চুরি করে পালাচ্ছিলেন। এ সময় আসাদের স্ত্রী চিৎকার করলে তিনি দৌঁড়ে এসে এক চোরকে ধরে ফেলেন। 

তখন চোরের দল ধারালো অস্ত্র দিয়ে আসাদকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

‎ঘটনার পর স্থানীয়রা ধাওয়া করে শরিফুল নামক এক চোর আটক করে পুলিশে সোপর্দ করে। তিনি একই উপজেলার সোনাকান্দর গ্রামের খলিলুর রহমানের ছেলে।

র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় মামলা দায়েরের ১২ ঘন্টার মধ্যে অভিযান পরিচালনা করে প্রযুক্তির সহায়তায় ২নং আসামি মো: রাব্বি হোসেনকে সোনাকান্দর গ্রাম থেকেই  গ্রেফতার করা হয়। পরে তাকে আটঘরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।