৭ই নভেম্বর, ২০২৫ 🔻 ২২শে কার্তিক, ১৪৩২🔻 ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭

আটঘরিয়ায় পাটবীজ উৎপাদনকারি চাষি প্রশিক্ষণ অনুষ্ঠিত

শেয়ার করুন:

আটঘরিয়া প্রতিনিধি: “সোনালী আঁশের সোনার দেশ পরিবেশ বান্ধব বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে পাবনা জেলার আটঘরিয়া উপজেলা পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাটবীজ উৎপাদনকারী চাষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৫ নভেম্বর আটঘরিয়া উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর কর্তৃক আয়োজিত প্রশিক্ষণে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম। 

সভাপতিত্ব করেন পাবনা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ মামুনার রশিদ। 

বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব পাট অধিদপ্তর ঢাকার মরিয়ম বেগম, মুখ্য পরিদর্শক পাট অধিদপ্তর পাবনার সজনী আক্তার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদা মোতমাইন্না।

উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা পারভেজ রানা, জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষক শ্রী বিপ্লব কুমার সেন, জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষক দুলাল মৃর্ধা।

উপজেলা ও পৌর সভাসহ মোট ৭৫ জন পাটচাষি এই প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।