১১ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭

আটঘরিয়ায় শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

শেয়ার করুন:

 

আটঘরিয়া প্রতিনিধি: পাবনার আটঘরিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ হল রুমে এর সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম। 

বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক, সহকারি পরিদর্শক মোছাঃ রাবেয়া খাতুন, মোঃ সাইফুল ইসলাম, কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় এর সভাপতি মোঃ জহুরুল ইসলাম খান, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আসিম উদ্দিন। 

এতে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হাফিজুর রহমান। বক্তব্য দেন আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেলাল হোসেন খান, কৃতি শিক্ষার্থী মোঃ আমির হামজা প্রমুখ।

পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম এর আওতায় উপজেলার ৪০ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল হালিম।