৭ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২২শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭

আটঘরিয়ায় ৫২তম জাতীয় স্কুল ক্রীড়া প্রতিযোগিতার সমাপনি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

শেয়ার করুন:

আটঘরিয়া প্রতিনিধি: পাবনার আটঘরিয়া উপজেলায় ৫২তম জাতীয় স্কুল মাদরাসা কারিগরি শিক্ষা ক্রীড়া উপজেলা পর্যায়ে প্রতিযোগিতার সমাপনি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার ২৪ সেপ্টেম্বর বিকেলে উপজেলা মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম। 

সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান।

জাতীয় স্কুল মাদরাসা কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে এসময় বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার শিপ্রা রার্নী মন্ডল, আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন, 

দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন, কবি বন্দে আলী মিয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন,পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফতাব হোসেন, ইশারত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, চান্দাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম হোসেন, কচুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ হোসেন প্রমুখ। 

উক্ত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পরিচালনায় ছিলেন কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ইয়াছিন আলী, সড়াবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক  মুরশিদ আলম খান,

জুমাইখিরি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক তারেক হোসেন, কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মানিক উদ্দিনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।