এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মাজপাড়া ইউপি চেয়ারম্যান এবং পাবনা জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান আব্দুল গফুর মিয়া। উক্ত ফাইনাল ফুটবল টুর্নামেন্ট উদ্ধোধন করেন কেন্দ্রীয় তাঁতীলীগের সিনিয়র সহ-সভাপতি এ্যা. গোলাম মোস্তফা তারা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঈশ^রদী উপজেলা আওয়ামীলীগ নেতা দোলন বিশ^াস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, জেলা পরিষদের মহিলা সদস্য রাশিদা পারভীন, মাজপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইন্তাজ আলী খান, মাজপাড়া বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ও শহীদ আব্দুল খালেক উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ইকবাল শেখ। উপজেলা তাঁতীলীগের সাধারন সম্পাদক শ্রী অর্পণ চন্দ্র বানিয়াতের সাবির্ক পরিচালনায় উক্ত খেলায় সভাপতিত্ব করেন মাজপাড়া ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি আকতারুজ্জামান আক্তার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আসমত আলী, মাজপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কুদ্দুস প্রাং, শ্রমিক লীগের সভাপতি জিয়াউর রহামন, মাজপাড়া ইউনয়ন তাতীলীগের সাধারন সম্পাদক রুবেল হোসেন, আওয়ামীলীগ নেতা রেজাউল করিম শেখ প্রমূখ। খেলায় ফুটবল ভক্ত হাজার হাজার দর্শকের সমাগম হয়েছিল। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নিবার্চিত হন লিটু। ধারা বর্ণনায় ছিলেন তোফাজ্জাল হোসেন ও আসাফুদৌলা। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন জেলা ক্রীড়া সংস্থার রেফারি বদিউজ্জামান বেনু, তার সহযোগি রেফারি ছিলেন আরিফুল ইসলাম ও আলামিন হোসেন।








