এ বরখাস্তের প্রতিবাদে ও মিথ্যা অপবাদের প্রেক্ষিতে স্থানীয়ভাবে বিভিন্ন পেশাজীবি, স্থানীয় আওয়ামী লীগ, ছাত্র লীগ, যুব লীগ, কৃষক লীগসহ অংগ সংগঠনের নেতা/কর্মীসহ হাজার হাজার জনতা বৈরী আবহাওয়া উপক্ষো করে বৃষ্টিতে ভীজে সাময়িক বরখাস্ত প্রত্যাহারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা সমাবেশ করেছিল। এ’ছাড়া স্থানীয় মাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধান ও শিক্ষকগণ, মসজিদের ইমামসহ তাঁর সাময়িক বরখাস্তাদেশ প্রত্যাহারের জন্য সংবাদ সম্মেলনও করেছিলেন।
মোঃ আঃ গফুর মিয়া উক্ত ইউনিয়ন পরিষদের ৫ বারের নির্বাচিত চেয়ারম্যান ও ২০২০ সালে পাবনা জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গত ২৭ ডিসেম্বরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সিনিয়র সহকারি সচিবের স্বাক্ষরিত পত্রে উক্ত চেয়ারম্যানের সাময়িক বরখাস্ত আদেশ প্রত্যাহার করা হয়।








