আটঘরিয়া(পাবনা) প্রতিনিধিঃ পাবনার আটঘরিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরকে কেন্দ্র করে এক সংর্ঘষে মহিলাসহ উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে। আহতদেরকে আটঘরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার (২২ নভেম্বর) সকাল এগারোটার সময় হাসাইখালী গ্রামে। হাসপাতাল সূত্রে জানা গেছে, চাঁদভা ইউনিয়নের হাসাইখালী দক্ষিণপাড়া গ্রামে আশরাফ আলী (৫০) এদিন সকালে নিজ জমি চাষ করছিলেন। এ সময় নুর, রিপন, গনি, বিদার গং এসে নিজের জমি দাবি করে বাধা সৃষ্টি করলে উভয়ের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংর্ঘষ সৃষ্টি যায়। এতে উভয় পক্ষের আশরাফ আলী (৫০), আবু বক্কর (৫২), আব্দুর রহমান (৬৩), আলম হোসেন (৪০), আজিজুল ইসলাম (৫৫), বশির, আমজাদ, ফরিদ, শিহাব, শিপন, ইনসান, চাম্পা খাতুন গুরুতর আহত হয়। গুরুত্বর আহত ফরিদ হোসেনকে পাবনা জেনারেল হাসপাতাল এবং মুমূর্ষ অবস্থায় আজিজুল ইসলামকে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আটঘরিয়া থানায় মামলার প্রত্ততি চলছে। এখবর লেখা পর্যন্ত এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। যে কোনো মুহুতে আবারও সংর্ঘষের ঘটনা ঘটতে পারে বলে ধারনা করছেন এলাকার সচেতন মানুষ।##
Post Views: 58








