১৬ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ১লা পৌষ, ১৪৩২🔻 ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭

আটঘরিয়ায় দুই হোটেল ব্যবসায়ীকে জরিমানা

শেয়ার করুন:

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি ঃ পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত বাজারে ২টি হোটেলে এক বিশেষ অভিযান চালিয়ে ভোক্তা সংরক্ষণ আইনে  পন্যের মোড়ক ইত্যাদি ব্যবহার না করা, অবৈধ প্রক্রিয়া পন্য উৎপাদন বা প্রক্রিয়া করন ও ওজনে কারচুপি করার অপরাধে জরিমানা করা হয়েছে।

এছাড়া রতন হোটেল এন্ড মিটান্ন ভান্ডার দোকানের ১ কেজি ছানা, ১ কুটি দই ও ১ কেজি তৈল নষ্ট করা হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে একদন্ত বাজারে পাবনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচাল আব্দুস সালাম রতন মিটান্ন হোটেলকে ৬ হাজার টাকা ও বাই ভাই হোটেল এন্ড একদন্ত হালিম ঘরকে ১ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করেন।