১০ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭

আটঘরিয়ায় পিঠা উৎসব পালিত

শেয়ার করুন:

মাসুদ রানা, আটঘরিয়া(পাবনা) প্রতিনিধি ঃ প্রতিবছরের ন্যায় এবারও হয়ে গেলে হ্যাপি টেকনোলজিস এর আয়োজনে ৭ম পিঠা উৎসব অনুষ্ঠান। গতকাল বুধবার দেবোত্তর বাজারস্থল খান ম্যানসন এর ২য় তলায় আয়োজিত পিঠা উৎসবে সভাপতিত্ব করেন হ্যাপি টেকনোলজিস এর মহাব্যবস্থাপনা পরিচালক মো: আবু সাঈদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফুয়ারা খাতুন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আটঘরিয়া থানার অফিসার্স ইনচার্জ ওসি আসিফ মোহাম্মাদ সিদ্দিকুল ইসলাম, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ ইয়াছিন আলী, একাডেমিক সুপার ভাইজার শিপ্রা রানী মন্ডল। এসময় উপস্থিত ছিলেন আটঘরিয়া প্রেসক্লাবের সভাপতি খাইরুল ইসলাম, আটঘরিয়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মাসুদ রানা, রুপালী ব্যাংক ম্যানেজার শরিফুল ইসলাম, সহকারি প্রোগ্রামার রোকনুজ্জামান।
     
১শ ৫৭ রকমের পিঠার আয়োজন করা হয়। এর মধ্যে খিদিরপুর ডিগ্রী কলেজের ছাত্রী আননিকা খাতুন ৫২ রকমের পিঠা এনে বিশেষ পুরুস্কার জিতে নেন। উক্তপিঠা উৎসবে প্রথম হয়েছেন মনিরুজ্জামান (নকশিপিঠা), দ্বিতীয় হয়েছে রুবেল হোসেন( দুধ পিঠা), তৃতীয় হয়েছে মীম খাতুন ( জামাই পিঠা।