আটঘরিয়া (পাবনা) প্রতিনিধিঃ খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ/২০২১ইং, করোনাভাইরাসের প্রার্দুভাবের কারণে উপজেলার ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১৫০ জন ক্ষতিগ্রস্থ ও কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোঃ রফিকুল হাসানের সভাপতিত্বে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত জাতীয় পুষ্টি সপ্তাহ অনুষ্ঠানে স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রীর পক্ষে এখাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম শাজাহান আলী, কয়রাবাড়ী বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জিল্লুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন পরিসংখ্যানবিদ মজিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুনতাকিমুর রহমান, সহকারী সার্জন ডা. হাবিবা এলাহী, সহকারী সার্জন ডা. মোহাম্মদ লুৎফর রহমান, সহকারী সর্জন শায়েখ ইবনে আনোয়ায়, আরএমও ডা. নন্দিতা দাশ নিশা, স্বাস্থ্য পরিদর্শক গোলাম মোস্তফা, প্রধান সহকারি সনোজিত কুমার দাস প্রমূখ।








