১১ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭

আটঘরিয়ায় ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত

শেয়ার করুন:

 

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি ঃ “বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে পাবনার আটঘরিয়া উপজেলায় ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শরিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত দিবসে প্রধান অতিথি বক্তব্য দেন আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তানভীর ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদা আক্তার মাসু। অনুষ্ঠান শুরুতেই জাতীয় সমবায় দিবস উপলক্ষে স্বাগত বক্তব্য দেন উপজেলার সমবায় অফিসার মোঃ মজিবর রহমান।   বিশেষ অতিথি বক্তব্য দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরিফুজ্জামান, সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ, পল্লী উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান, প্রভাষক বাবুল আক্তার।  অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন প্রেরনা সমিতির সভানেত্রী মরিয়ন খাতুন। উক্ত সমবায় দিবসে উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সমিতির সদস্যবৃন্দ আলোচনা সভায় উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সমিতির ৯ জন সদস্যকে ১৫ লাখ টাকা ঋৃণের চেক বিতরণ করা হয়েছে।