থানা সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাত সাড়ে দশটার দিকে মোবাইল ফোনে কথা বলতে বলতে জাতীয় পতাকা উত্তোলনের মঞ্চে আলোকসজ্জার তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পরেন। তার চিৎকারে থানার স্টাফরা এসআই দুলালকে তাকে উদ্ধার দ্রæত আটঘরিয়া হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
পরের দিন ২৮মার্চ রোববার সকাল সাড়ে এগারোটার সময় আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পাবনা অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পেরৈ মেয়র শহিদুল ইসলাম রতন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল গফুর মিয়া, সাধারন সম্পাদক আবু হামিদ মোহাম্মদ মোহাঈমিনুল হোসেন চঞ্চল, উপজেলা পরিষদের চেয়ারম্যান তানভীর ইসলাম, আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: হাফিজুর রহমান প্রমূখ। উক্ত জানাজা নামাজে এলাকার সর্বস্তরের মানুষ অংশ গ্রহন করেন।








