১২ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ২০শে জমাদিউস সানি, ১৪৪৭

আটঘরিয়া ভয়াবহ অগ্নিকান্ডে ৬ লাখ টাকা ক্ষতি

শেয়ার করুন:

মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি ঃ পাবনার আটঘরিয়ার অভিরামপুর চকপাড়া গ্রামে কবির হোসেন, রবি, আলামিন এর বাড়ীতে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। নগদ ১ লাখ ৫০ হাজার টাকা, ৬ ভরি স্বর্ণালংকার সহ আসবারপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে ৬ লাখ টাকা ক্ষতি সাধিত হয়েছে। গতকাল সোমবার বিকাল সটসার্টিক থেকে আগুনের সূত্রপাত ঘটলে মুহুর্তের মধ্যে পুড়ে ভূষ্মিভূত হয়। আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু খবর পাওয়ার সাথে সাথে ক্ষতিগ্রস্থ তিনটি পরিবার পরিদর্শন করেন খাদ্য সামগ্রী দেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার দেবোত্তর ইউনিয়নের অভিরামপুর চকপাড়া গ্রামে কবির হোসেন, রকি, আলামিন এর বাড়ীতে ওই দিন বিকাল সাড়ে তিনটার দিকে সটসাটির্ক থেকে আগুন লাগলে মুহুর্তে মধ্যে তিনটি পরিবারের ঘরের ভিতরে থাকা নগদ টাকা, স্বার্নালংকার, চাল, পিয়াজ, রসুন, ফ্রি, টিভি সহ বিভিন্ন আসবারপত্র পুড়ে যায়। পরে আটঘরিয়া ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রæত এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ইউপি সদস্য শরিফুল ইসলাম জানান, কবির, রকি, আলামিন হোসেনের বাড়ীঘর পুড় চাই হয়ে গেছে। তাদের আর কিছুই নেই। তারা একেবারে অসহায় হয়ে পড়েছে। সটসার্কিট থেকে তাদের আগুনের ধুরে গেলে মুহুর্তের মধ্যে পুড়ে যায়। তবে তিনটি পরিবারের ব্যাপক ক্ষতি হয়েছে।