সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার আতাইকুলা থানা পুলিশ ঔষদের দোকান থেকে গাজাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে। সে মাধপুর গ্রামের আলহাজ আঃ গনির ছেলে আখেরুল ইসলাম খোকন।
থানা সুত্রে জানা যায়, রবিবার(১১ জুলাই) রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আতাইকুলা থানার এসআই আঃ হাই মোত্তালেব ফোর্সসহ অভিযান চালিয়ে মাধপুর বাজারে তার নিজস্ব আলহাজ ফার্মেসী থেকে তাকে আটক করে। এসময় তার হেফাজত থেকে ১০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়।
আতাইকুলা থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন জানান, সে মাদক ব্যবসায়ী। থানায় নিয়মিত মামলায় সোমবার তাকে আদালতে প্রেরন করা হয়েছে।
Post Views: 53







