১০ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭

আতাইকুলায় গ্যাস ট্যাবলেট খেয়ে শ্রমিকের আত্মহত্যা

শেয়ার করুন:

সাঁথিয়া প্রতিনিধিঃ পাবনার আতাইকুলায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে এক বাস শ্রমিক আত্মহত্যা করেছে। সে থানার মাধপুর গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে স্বাধীন (৪২)।

জানা যায়, গত সোমবার রাত সাড়ে আটটার দিকে স্বাধীন নিজ বাড়ীতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে গড়াগড়ি করতে থাকে। স্বাধীনের স্বজনরা প্রথমে পাবনা মেডিক্যালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাতেই রাজশাহী মেডিক্যালে নেয়ার পথে মঙ্গলবার ভোর রাতে সে মারা যায়। পরে বাড়ী থেকে স্বাধীনের লাশ পুলিশ উদ্ধার করে মর্গে প্রেরন করে।
আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় ইউডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পাবনা মেডিক্যালের মর্গে প্রেরন করা হয়েছে।