সাঁথিয়া প্রতিনিধিঃ পাবনার আতাইকুলা থানা পুলিশ ৩ বোতল ফেন্সিডিল উদ্বার করেছে। রবিবার (২২ নভেম্বর)সকালে থানার গাঙ্গুহাটি ক্লাব এলাকা হতে পরিত্যাক্ত তিন বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।
থানা সুত্রে জানা যায়, থানার আর.আতাইকুলা ইউনিয়নের গাঙ্গহাটি ক্লাবের পাশে খোকনের বাড়ীর রাস্তার ধারে রবিবার সকালে বালির টিবি ঝাড়– দিতে গিয়ে স্থানীয় গৃহবধূ তিনটি বোতল দেখতে পান। তিনি বিষয়টি প্রতিবেশীদের জানালে তারা নিষিদ্ধ মাদক ফেন্সিডিল শনাক্ত করেন। আতাইকুলা থানা পুলিশকে খবর দিলে থানার এসআই সুভাষ কুমার বোতল তিনটি উদ্ধার করেন। এসআই সুভাষ কুমার জানান ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় তিন বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। আতাইকুলা থানার অফিসার ইনচার্জ ওসি কামরুল ইসলাম বলেন, ফেন্সিডিল উদ্ধার করে থানায় আনা হয়েছে। #
Post Views: 52








