পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় মঙ্গলবার সকালে আব্দুস সামাদ (৬৩) নামে এক ইঞ্জিল চালিত অটো ভ্যান চালককের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ফরিদপুর উপজেলার বড় ডেমরা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানাযায়, মঙ্গলবার সকালে ভ্যান চালককে এক বোরকা পরিহিতা মহিলাকে নিয়ে আলোকদিয়ার গোরস্তানের দিকে যেতে দেখেন এলাবাসী। সকাল ৮ টার দিয়ে এলাকার কৃষক মাঠে কাজ করতে গেলে আলোকদিয়ার গোরস্তানের পাশে ভিন্ন গ্রাম মাঠের মধ্যে ভ্যান চালকের লাশ দেখতে পায়।ক্ লাশের পাশে বোরকা পরিহিত মহিলাকে বহনকারী অটো ভ্যানটি পড়ে আছে। স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে আতাইকুলা থানা পুলিশ ঘটনাস্থল থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার করে। থানার এসআই রায়হান পারভেজ জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণের চেষ্টা চলছে।
Post Views: 57







