৮ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭

আতাইকুলায় স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

শেয়ার করুন:

সাঁথিয়া (পাবনা)সংবাদদাতাঃ  পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানায় ৭ম শ্রেণির এক স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। সে থানার গাঙ্গুহাটি নতুন পাড়ার হারুণ অর রশিদের ছেলে কৌশিক (১৫)। থানা পুলিশ ও এলাকা সূত্রে জানাযায়, শনিবার সকালে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয় মিয়াপুর জসিম উদ্দিন স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্র কৌশিক। সন্ধ্যা পর্যন্ত সে বাড়িতে ফিরে না । সন্ধ্যার পর থানার বামন ডাঙ্গা গ্রামের এক মেহগনি বাগানে কৌশিকের লাশ দেখতে পায় এলাকাবাসি। পরে সংবাদ পেয়ে ওই বাগান থেকে স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেন আতাইকুলা থানা পুলিশ। গত শুক্রবার আর-আতাইকুলা ইউনিয়ন পরিষদের নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিনের ঘোড়া মার্কা প্রতিকের পোস্টার লাগান কৌশিক ও তার বন্ধুরা। এলাকাবাসীর ধারণা পোস্টার লাগনো টাকার বন্টন নিয়ে নিজেদের মধ্যে বিরোধের সূত্র ধরে এ হত্যা কান্ড সংঘটিত হতে পারে। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, সংবাদ পেয়ে স্কুল ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। হত্যা কানোডর রহস্য উন্মোচনের চেষ্টা চলছে।