আবু ইসহাকঃ আতাইকুলায় পুজা মন্ডপগুলোয় চলছে প্রতিমা তৈরীর প্রস্তুতি। আর মাত্র কদিন পর শারদীয় দুর্গাপুজা। সনাতন ধর্মাবলীদের সবচেয়ে বড় উৎসব দূর্গাপুজা সুষ্ঠভাবে স¤পূর্ণ করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আয়োজকরা। প্রতিমা তৈরী শিল্পীদের চলছে কর্মব্যস্ততা। দুর্গা, কার্তিক, গণেশ, সরস্বতী, ল²ী প্রতিমায় গায়ে কাদা মাটির আচড়ে জীবন্ত রূপ নিচ্ছে। মাটির কাজ শেষে এখন চলছে রংয়ের আচড়। শিল্পীরা দিন রাত ব্যস্ত হয়েছেন প্রতিমা তৈলীর কাজে। আতাইকুলা থানায় এবারে ২০টি মন্ডপে দূর্গাপুজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে আর.আতাইকুলায় ৭, ভুলবাড়িয়ায় ২, সাদুল্যাপুর ৩, ল²ীপুর ৪ ও আতাইকুলা ইউনিয়নে ৪টি মন্ডবে পুজা অনুষ্ঠিত হবে। আতাইকুলা থানার অফিসার ইনচার্জ নাছিরুল আলম জানান, সকল মন্ডবে সুষ্ঠ ভাবে পুজা উৎযাপন করতে আইন শৃংখলা রক্ষায় স্থানীয় পুজা উৎযাপন কমিটি, ইউপি চেয়ারম্যান, মেম্বরসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নিয়ে নিরাপত্তার জন্য কমিচি গঠন করা হবে। এখন নিরাপত্তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা চলছে যেন সবার সহযোগিতায় তারা উৎসব মুখর পরিবেশে দুর্গপুজা সমাপ্ত করতে পারেন।
Post Views: 36








