৮ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭

আতাইকুলায় ৫’শ পিস ইিয়াবাসহ ৪ ব্যবসায়ী আটক

শেয়ার করুন:

 

সাঁথিয়া (পাবনা)ঃ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পাবনার আতাইকুলায় ৫’শ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মাদক ব্যবসায়ীরা হলো রঘুরামপুর গ্রামের আঃ হাই এর ছেলে সাইদুল ইসলাম(৩০), একই গ্রামের তোয়াজ আলীর ছেলে আকরাম হোসেন(২৮), আতাইকুলা দিঘুলিয়াপাড়ার লিয়াকতের ছেলে বাবু(৩৮), রঘুনাথপুর গ্রামের মজিদ আলীর ছেলে আমিরুল ইসলাম(২৮)।থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আতাইকুলা থানার এস আই আব্দুল্লাহ আল ইসলাম ও শহিদুল ইসলামের নেতেৃত্বে সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে উপজেলার তেবাড়িয়া রাজার ও আতাইকুলা দিঘুলিয়াপাড়া থেকে সাইদুল,আকরাম,ও বাবু, আমিনুল ইসলামকে আটক করে। এ সময় তাদের নিকট থেকে ৫’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন জানান, গোপন সংবাদে সাইদুল, আকরাম ও বাবু ও আমিনুল ইসলামকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৫’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আতাইকুলা থানায় মাদকের মামলা দায়ের হয়েছে। গতকাল বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। ##