এ আলিম রিপন : সুজানগরে বালুবাহী বেপরোয়া ট্রাকের ধাক্কায় নুরজাহান খাতুন নুরী(৪৮) নিহত হয়েছে। সে সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নের খলিলপুর গ্রামের সোরহাব শেখ এর স্ত্রী। বৃহস্পতিবার(১৫ অক্টোবর) সকালে সুজানগর উপজেলার ও আমিনপুর থানার অন্তর্গত খলিলপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। জানা যায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাাওয়ার সময় পিছন দিক থেকে ট্রলিটি ওই নারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। আমিনপুর থানা অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান ঘাতক ট্রলিটিকে আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে। এর আগে বালুর ধাক্কায় শিশু নিহত হয়। নদী কেন্দ্রীক উত্তোলন ও উপজেলার পল্লী সড়ক ব্যবহার করে পরিবহনের ঘটনায় প্রায়ই নিহতের ঘটনা ঘটছে। বড় সড়ক দিয়ে এ বালু ব্যবহারে বাধ্য করা হলে গ্রামীন দুর্ঘটনা কমবে বলে অনেকের ধারণা।
Post Views: 59








