৮ই নভেম্বর, ২০২৫ 🔻 ২৩শে কার্তিক, ১৪৩২🔻 ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭

আব্রাহাম চুক্তিতে সৌদি আরবকে যুক্ত করতে চান ট্রাম্প

শেয়ার করুন:

খুব শিগগির আব্রাহাম চুক্তির সম্প্রসারণ আশা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আশাবাদী, সৌদি আরবও এতে যুক্ত হবে। তবে গাজায় ইসরায়েলের যুদ্ধ ও মুসলিম বিশ্বের ক্ষোভ এ উদ্যোগের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

শুক্রবার ফক্স বিজনেস নেটওয়ার্কে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি আশা করি সৌদি আরব এতে যোগ দেবে, এবং তারা যোগ দিলে অন্যরাও আসবে।

তিনি চুক্তিটিকে অসাধারণ হিসেবে অভিহিত করেছেন।

আব্রাহাম চুক্তির মাধ্যমে ২০২০ সালে ইসরায়েল সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। ট্রাম্প দাবি করেন, এ উদ্যোগ মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি আনবে।

তবে পরিস্থিতি এখন ভিন্ন। ইসরায়েল গত দুই বছরে গাজায় ভয়াবহ হামলা, পশ্চিম তীরে অভিযান এবং কাতারসহ ছয়টি দেশে বোমা হামলা চালিয়েছে। এর জেরে আরব ও মুসলিম বিশ্বে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে।

গত সেপ্টেম্বর দোহায় অনুষ্ঠিত আরব লীগ ও ওআইসির জরুরি সম্মেলনে ৬০টি দেশ একসঙ্গে ইসরায়েলের হামলা নিন্দা করে এবং কাতারের প্রতি সংহতি জানায়।

অন্যদিকে, সৌদি আরব এখনো আরব শান্তি উদ্যোগের প্রতিশ্রুতিতে অটল রয়েছে। দেশটি বলেছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব নয়।

যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়াশিংটন ইনস্টিটিউটের এক জরিপে দেখা গেছে, ৮১ শতাংশ সৌদি নাগরিক ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিরোধিতা করেন।

বিশ্লেষকদের মতে, গাজা যুদ্ধ ও আরব বিশ্বের ক্ষোভের কারণে ট্রাম্পের কাঙ্ক্ষিত আব্রাহাম চুক্তি সম্প্রসারণ আপাতত অনিশ্চিত।