জানাযায়, রবিউল তার বাবা ও সৎ মায়ের সাথে ঢাকায় বসবাস করত। বাবা মা তাকে ঢাকায় রেখে ১৪ জানুয়ারি গ্রামের বাড়ি দূর্গাপুরে আসে। রবিউল তার পরের দিন ১৫ জানুয়ারি বাড়িতে চলে আসে। শনিবার রাতে রবিউল নিজ ছাপড়া ঘরে ঘুমায়তে যায়। রবিবার সকালে তার ঘুম থেকে উঠা বিলম্ভ হলে ঘরের দরজা ভেঙ্গে এলাকাবাসী ঘরে প্রবেশ করে। এসময় তাকে ফাঁসরত অবস্থার ঘরের আঁড়ায় ঝুলতে দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসী। খবর পেয়ে আমিনপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে রবিউলের লাশ উদ্ধার করে পাবনা মর্গে প্রেরণ করেন। তবে রবিউল ১৫ জানুয়ারি বাড়িতে আসছে এলাকাবাসী বললেও তার বাবা মা জানেন না রবিউল কোন দিন বাড়িতে আসে। এদিকে এ ঘটনার সংবাদ পেলে ঘটনাস্থল পরিদর্শনে আসে সুজানগর সার্কেলের (এএসপি) ফরহাদ হোসেন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন। ওসি মোজাম্মেল হোসেন জানান,লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের পরে প্রকৃত ঘটনা জানা যাবে।








