আমিনপুর প্রতিনিধিঃ
পাবনার আমিনপুর থানার পুরান মাসুমদিয়া এলাকায় বুধবার সাড়ে ৭টার দিকে ট্রেনের ষাথে ধাক্কা লেগে এক পল্লী চিকিৎসক লতিফ মোল্লা (৩৪) নিহত হয়েছে। সে বেড়া উপজেলার কমলপুর গ্রমের মৃত ইসলামের ছেলে।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, পল্লী চিকিৎসক আ: লতিফ সকালে থানার পুরান মাসুমদিয়া এলাকায় গেলে ট্রেনের সাথে তার ধাক্কা লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
Post Views: 53








