১০ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭

আমিনপুরে ফিল্মী কায়দায় নারীর ব্যাগ ছিনতাই

শেয়ার করুন:

আবু হানিফঃ পাবনার আমিনপুরে বৃহস্পতিবার সন্ধ্যার সময় ফিল্মী কায়দায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 

জানাযায়,,  সুজানগর উপজেলার চরদুলাই গ্রামের সাহেব আলী মোল্লার মেয়ে শাকিলা খাতুন সাথী (২৫) ও তার বান্ধবী  ওই দিন সন্ধ্যায় সুজানগরের ২৪ মাইল বাজার থেকে ভ্যান যোগে চরগোবিন্দপুর বাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথি মধে্য পাবনা- নগরবাড়ি মহাসড়কের আলাদিপুর নামক স্থানে পৌছালে ফিল্মী কায়দায় একটি সবুজ সিএনজি থেকে চলন্ত ভ্যানের গতিরোধ করে যাত্রীর নিকট থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। সাথী জানান, তার ব্যাগে ১০ হাজার টাকা, একটি টার্স মোবাইল ফোনসহ জরুরী জিনিস ছিল। সে আরও জানান, সন্ধ্যা ৬ ঘটিকার সময় পল্লী এলাকায় ছিনতাইয়ের ঘটনায় আমরা আতংকিত হয়েছি ও নিরাপত্তা নিয়ে সংকিত হয়ে পড়ছি।