১০ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭

আমিনপুরে মোবাইলে জুয়া খেলা, আটক-৪

শেয়ার করুন:

ইছামতিনিউজ২৪.কম রিপোর্টঃ আমিনপুনের সাগরকান্দিতে মোবাইল ফোন দিয়ে লুডুর মাধ্যমে জুয়া খেলায় ৪ জনকে আটক করেছে পুলিশ।

জেলা পুলিশের ফেসবুকের পোস্টের মাধ্যমে পাবনা পুলিশ সুপার মহাদ্বয় জানান, জনৈক একজন একটা মেসেজ দিয়েছেন জুয়া সংক্রান্তে। আমিনপুর থানায় গতকালই  যোগদানকৃত নবাগত অফিসার ইনচার্জ রওশন কে বললাম ব্যবস্থা নিতে। সফলও হল সে।

জনৈক ব্যক্তির দেওয়া তথ্য অনুযায়ী সাগরকান্দি সিন্দুরি বুরুরিয়া এলাকায় ওসি আমিনপুর এর নেতৃত্বে  পুঃ পরিঃ তদন্ত সহ   অভিযান পরিচালনা করে মোবাইলে লুডুর মাধ্যমে  জুয়া খেলা অবস্হায় আমামি ১.মোঃ আঃ  মালেক মোল্লা(৪২) পিতামোঃ ইসাহাক মোল্লা ২.মোঃ রফিক শেখ (৩৫) পিতা ইব্রাহিম শেখ ৩.মোঃ আঃ মতিন (৫০) পিতাঃ মৃত দেরাজ ব্যাপারি ৪. মোঃ জালাল (৩৫) পিতামৃত আঃ কাজি সর্ব সাং সাগরকান্দি বাজার থানা আমিনপুর দের গ্রফতার করি এবং তাহাদের নিকট হতে সর্বোমোট জুয়া খেলার ২৫.১০০/ টাকা উদ্ধার করা হয় উক্ত বিষয়ে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

আমাদের তথ্য দিন। মাদক, সন্ত্রাস, জুয়া মুক্ত পাবনা গড়তে আমাদের সহযোগী হোন। আপনার পরিচয় গোপন রাখা হবে।