ইছামতিনিউজ২৪.কম রিপোর্টঃ পাবনার আমিনপুরে ১০৬০০ পিস ইয়াবা সহ ০৪ জন মাদক ব্যাবসায়ী গ্রেফতার এবং একটি প্রাইভেট কার জব্দ।
জানাযায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান,বিপিএম মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলাকে অবৈধ অস্ত্র ও মাদক মুক্ত করার লক্ষে গোপন সংবাদের ভিত্তিতে আমিনপুর থানাধীন কাজীরহাট এলাকা থেকে অদ্য ২৮ মার্চ রাত ০২ টা ৩০ মিনিটের দিকে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ মাসুদ আলম,ওসি ডিবি মোঃ আব্দুল হান্নান ও এসআই মোঃ আবু আব্দুল্লাহ জাহিদ পিপিএম এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা,পাবনার অভিযানে ১০৬০০ (দশ হাজার ছয় শত) পিস ইয়াবাসহ পাবনার শীর্ষ মাদক ব্যবসায়ী
(১) আসলাম হোসেন @ আসলাম হুজুর (৪৬) পিতা-আব্দুল জব্বার সাং-ধর্মগ্রাম থানা-আতাইকোলা জেলা-পাবনা
(২)তরিকুল ইসলাম (৩৮) পিতা-আব্দুল জলিল বিশ্বাস সাং-সৈয়দ মাহমুদপুর পাড়া জেলা-যশোর
(৩) আশরাফুল আলম (২২) পিতা-আব্দুস সাত্তার সাং-কুমারখালী, জেলা-কুষ্টিয়া এবং
(৪) নাছিম রেজা (৩০) পিতা- মৃত হাবিব প্রাং, সাং-চরঘোষপুর থানা-কুমারখালী জেলা-কুষ্টিয়া
দেরকে আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে ইয়াবা পরিবহনের কাজে নিয়োজিত একটি জি করোলা সাদা রংয়ের প্রাইভেট কার জব্দ করা হয়।
এসংক্রান্তে মামলা রুজু প্রক্রিয়াধীন।








