জানাযায়, সাঁথিয়ার নন্দনপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের প্রত্যন্ত অঞ্চল মাহমুদপুর দক্ষিণ পাড়া মৃত্যু তায়জাল মোল্লার ছেলে কৃষক আজমত মোল্লা একটি বকন বাছুর পোষে। বাড়ির পোষা কালো রঙের ১৪ মাসের ওই বকন বাছুর কয়েক দিন ধরে দুধ দিচ্ছে। বিষয়টি জানাজানি হলে সাঁথিয়ার বিভিন্ন গ্রাম থেকে পুরুষ মহিলারা বিষয়টি দেখতে কৃষকের বাড়িতে ভিড় করছে। খবর পেয়ে সাঁথিয়া প্রেস-ক্লাবের কয়েকজন সাংবাদিক আজমতের বাড়িতে গেলে তিনি সাংবাদিকদের সামনে ঐ বাছুরের দুধ দুয়াতে থাকেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন কিছুদিন থেকে বাছুরটির চলাফেরা উঠাবসা খাওয়া অস্বাভাবিক মনেহচ্ছিল। তার ছোট দুধের বান গুলো যেন ফুলে উঠেছে। আস্তে আস্তে বান গুলো টানতে থাকলে দুধ বেড়িয়ে আসে। ৮/১০ দিন ধরে প্রতিদিন প্রায় ১লিটার দুধ হচ্ছে। এ ব্যাপারে পশু চিকিৎসক ডাক্তার পরেশ চন্দ্রের কাছে জানতে চাইলে তিনি বলেন হরমোন জনিত কারনে গর্ভবতি ছাড়াই দুধ হতে পারে।








