১৬ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ১লা পৌষ, ১৪৩২🔻 ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭

আসন্ন দুলাই ইউপি নির্বাচন-সাইদ সমর্থকদের বিশাল শো-ডাউন

শেয়ার করুন:

ইছামতিনিউজ২৪.কম রিপোর্ট ঃ আসন্ন দুলাই ইউপি নির্বাচনে ব্যস্ত সময় পার করছে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীরা। তফসীল ঘোষণার আগেই উত্তাপ্ত হয়ে উঠছে নির্বাচনী এলাকা। মঙ্গলবার সন্ধ্যায় এক বিশাল শো-ডাউন বের করেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সুজানগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও দুলাই উচ্চ বিদ্যালয়ের বার বার নির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি সাইদুর রহমান সাইদের সমর্থকরা। শতাধিক মটর সাইকেল ও ৭০টি ভ্যান, অটোভ্যানে চিনাখড়া বাজার থেকে শো-ডাউনটি বের হয়ে দুলাই ও বদনপুর গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দুলাই উত্তর পাড়ায় এক উঠান বৈঠাকে মিলিত হয়। আব্দুল করিমের সভাপতিত্বে উঠান বেঠক এক পর্যায়ে জনসভায় পরিনত হয়। দুলাই বাজার বণিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম বিদ্যুতের পরিচালনায় বক্তব্য রাখেন আব্দুল মালেক বিএসসি, ইয়াসিন আলী, রফিকুল ইসলাম, সন্টু হোসেন, আরিফ হোসেন, আবু সাইয়িদ খান, সেনা সদস্য সিদ্দিক, রেজাউল করিম রেজা, মোশারফ হোসেন মিন্টু, আব্দুস সালাম, জীবন হোসেন, বেল্লাল প্রামানিক, মোস্তফা শেখ, শাহেদ মাস্টার, মোসলেম সর্দার, ইউসুফ খা, সোহেল রানা, আ: মজিদ প্রাং ও সম্ভাব্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী সাইদুর রহমান সাইদ।
বক্তারা বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ তুলে ধরে বক্তব্য রাখেন। তারা তাদের মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান সাইদের সঙ্গে নির্বাচনী প্রচারণা চালিয়ে যেতে অঙ্গিকার করেন। দুলাই ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী নির্বাচনী উঠান বৈঠকের প্রধান অতিথি সাইদুর রহমান সাইদ বলেন, ভোটাররা দীর্ঘ দিন এক জনের শাসন ব্যবস্থায় অতিষ্ঠিত হয়ে উঠছে। তারা এ চেয়ারম্যান থেকে মুক্তি পেতে চান। আমি আপনাদের শাসকের হাত থেকে মুক্তি করতেই আগামী দুলাই ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী। আপনারা ইতো মধ্যে আমাকে অনেক ভালোবেসেছেন। এ ভালোবাসা ভোটের দিন পর্যন্ত ধরে রাখতে হবে। তবেই সাফল্যতা আসবে। তিনি উপস্থিত সমর্থকদের বলেন, আমি আপনাদের পাশে আছি ও ভবিষতেও থাকব বলে অঙ্গিকার করেন।