১৩ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ২১শে জমাদিউস সানি, ১৪৪৭

আহমদ শফীকে নিয়ে কটুক্তি, নারায়ণগঞ্জে গ্রেপ্তার- ১

শেয়ার করুন:

ইছামতিনিউজ২৪.কম:-
নারায়ণগঞ্জ, ২০ সেপ্টেম্বর (ইউএনবি)- সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আল্লামা আহমদ শফীকে নিয়ে কটুক্তি করায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার সকাল ১০টায় নারায়নগঞ্জের ফতুল্লা থানার মাহমুদপুর এলাকা থেকে আলাউদ্দিন জিহাদীকে নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, ‘ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আলাউদ্দিন জিহাদীকে মাহমুদপুরের তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজই তাকে আদালতে প্রেরণ করা হবে।’
আল্লামা শফীকে নিয়ে ফেসবুক পেইজে কটুক্তিসহ অসঙ্গতিপূর্ণ মন্তব্য করায় আলাউদ্দিন জিহাদী বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়।