৮ই নভেম্বর, ২০২৫ 🔻 ২৩শে কার্তিক, ১৪৩২🔻 ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭

আ.লীগের সাবেক এমপি পীযূষ কান্তি মারা গেছেন

আ.লীগের সাবেক এমপি পীযূষ কান্তি মারা গেছেন

শেয়ার করুন:

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট পীযূষ কান্তি ভট্টাচার্য্য মারা গেছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় যশোর শহরের বেজপাড়া এলাকার একটি ভাড়া বাড়িতে মারা যান তিনি।

পীযূষ কান্তির বড় ছেলে বাবলু ভট্টাচার্য্য কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পীযূষ কান্তি ২০১৬ সালে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য নির্বাচিত হন। আমৃত্যু তিনি এ পদে ছিলেন। তার ভাই স্বপন কুমার ভট্টাচার্য্য আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও যশোর-৫ আসনের এমপি ছিলেন।

পীযূষ কান্তি ভট্টাচার্য্যের দুই ছেলে, দুই মেয়ে। বড় ছেলে বাবলু ভট্টাচার্য্য চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত। ছোট ছেলে পার্থ এবং ছোট মেয়ে তাপসী সুইডেনে থাকেন। আর বড় মেয়ে আবৃত্তিকার তপতী, স্বামী সন্তান নিয়ে কলকাতায় থাকেন।

বীর মুক্তিযোদ্ধা পীযূষ কান্তি ভট্টাচার্য্য ১৯৭৩ সালে যশোর-৫ আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।



সুত্রঃ কালবেলা