১৭ই সেপ্টেম্বর, ২০২৫ 🔻 ২রা আশ্বিন, ১৪৩২🔻 ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭

ইসরায়েলি সেনাপ্রধানকে থামতে বললেন নেতানিয়াহু

শেয়ার করুন:

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খুব দ্রুত গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নিতে মরিয়া। তবে এর বিরোধী দেশটির সেনাপ্রধান চিফ অব স্টাফ লেফট্যানেন্ট জেনারেল ইয়াল জামিরের মুখ বন্ধ রাখতে পারছেন না তিনি। দুজনের এমন বিভেদ প্রকাশ্যে আসায় বিপদে পড়েছে ইসরায়েলি সরকার। বিশেষ করে গাজা পুরোপুরি দখলের অভিযান নিয়ে প্রকাশ্য দ্বন্দ্বে জড়ানো রাজনৈতিক অঙ্গনে নেতানিয়াহুর অবস্থান দুর্বল করছে।

এমতাবস্থায় জামিরকে তার বিরুদ্ধে মিডিয়ায় ব্রিফ না করতে আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। কারণ, তা করা হলে জিম্মিদের ফিরিয়ে আনার আলোচনা ফলপ্রসূ হচ্ছে না বলেও অভিযোগ নেতানিয়াহুর।

নেতানিয়াহু পুরো গাজা দখল করতে চাইলেও তাতে আপত্তি আছে জামিরের। বরং তিনি জিম্মি চুক্তি মেনে নেতানিয়াহুকে চাপ দিচ্ছেন।

এর বাইরে মিডিয়া ব্রিফিংয়ে সুযোগ পেলেই একে অপরের বিরুদ্ধে বিষোদগার করছেন নেতানিয়াহু-জামির। রাজনৈতিক সরকারের সঙ্গে সামরিক নেতৃত্বের এমন দ্বন্দ্বের পর নেতানিয়াহু-জামির মঙ্গলবার বৈঠক করেন। সেখানেই জামিরের কাছে আহ্বান জানান নেতানিয়াহু, যেন তিনি মিডিয়ায় তার বিরুদ্ধে কিছু না বলেন। তবে এই বৈঠকের পরও দুজনের মধ্যে সমস্যার সমাধান হয়নি বলে জানিয়েছে বিভিন্ন সূত্র।