১৬ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ১লা পৌষ, ১৪৩২🔻 ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭

ইসরায়েলি হামলায় নিহতের মোট সংখ্যা জানাল গাজা

শেয়ার করুন:

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ভয়াবহভাবে বেড়ে ৭০ হাজার ছাড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত ৭০ হাজার ১১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ লাখ ৭০ হাজার ৯৯৯ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ৪৮ ঘণ্টায় গাজাজুড়ে বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে ৪টি নতুন লাশ, ১টি উদ্ধারকৃত লাশ এবং ১৩ জন আহত ব্যক্তি আনা হয়েছে।

এ ছাড়া জানানো হয়, ১১ অক্টোবরের পর থেকে ঘোষিত যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৩৬০ জন নিহত এবং ৯২২ জন আহত হয়েছেন। ওই সময় উদ্ধার করা হয়েছে ৬১৭ জনের মরদেহ।

গাজায় অব্যাহত মানবিক বিপর্যয় আরও গভীর হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য সংস্থা।

বুধবার (৩ ডিসেম্বর) আলজাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরায়েলি হামলা এখনো থামেনি। বিভিন্ন এলাকায় শঙ্কায় দিন পার করছেন ফিলিস্তিনিরা।