১৮ই সেপ্টেম্বর, ২০২৫ 🔻 ৩রা আশ্বিন, ১৪৩২🔻 ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৭

ইসরায়েলের তেলবাহী ট্যাংকারে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

শেয়ার করুন:

লোহিত সাগরে ইসরায়েলি মালিকানাধীন একটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনি সেনাবাহিনী। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। ইরানের বার্তা সংস্থা মেহের নিউজের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

ইয়েমেনি সেনাবাহিনী তাদের বিবৃতিতে জানায়, উত্তর লোহিত সাগরে অবস্থানরত একটি ইসরায়েলি ট্যাংকারকে সরাসরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যভেদ করা হয়েছে।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ এবং গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়াতেই এই সামরিক অভিযান চালানো হয়েছে। তিনি দাবি করেন, ইসরায়েলি বাহিনী গাজায় অবরোধ ও গণহত্যা চালাচ্ছে, আর এর বিরুদ্ধে প্রতিবাদ হিসেবেই ইয়েমেনের নৌবাহিনী ট্যাংকারটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

তিনি আরও বলেন, লোহিত সাগর ও আরব সাগরে ইসরায়েলি নৌ চলাচল বন্ধ করার চাপ বাড়াতেই এই অভিযান পরিচালিত হয়েছে। তার ভাষায়, ‘আমাদের ক্ষেপণাস্ত্র সরাসরি ট্যাংকারকে লক্ষ্য করেছে। যুদ্ধ শেষ না হওয়া এবং গাজায় ফিলিস্তিনিদের ওপর থেকে অবরোধ না উঠা পর্যন্ত এ ধরনের অভিযান থামবে না।’

এর আগে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানায়, সৌদি আরবের বন্দরনগরী ইয়ানবুর দক্ষিণ-পশ্চিমে লাইবেরিয়ার পতাকাবাহী একটি ইসরায়েলি মালিকানাধীন ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।