ঈশ্বরদী(পাবনা)প্রতিনিধিঃ পাবনার র্যাব-১২ এর একটি দল অভিযান চালিয়ে ঈশ্বরদী উপজেলার মানিকনগর এলাকা থেকে (সোমবার ৫ আক্টোবর) বিকেলে একটি রিভালবার ও গুলিসহ ২ অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হলো উপজেলার মানিকনগর পূর্বপাড়ার এলাকার রফিকুল ইসলামের ছেলে শিশির আলী (২২) ও মতিয়ার আলীর ছেলে মারুফ ইসলাম (১৯) ।
পাবনার র্যাব-১২ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ক্যাম্পের একটি দল সোমবার উপজেলার মানিকনগর এলাকায় একটি অভিযান চালায়। এ সময় একটি বিদেশী রিভালবার দুই রাউন্ড গুলি, চারটি মোবাইল সেট ও নগদ অর্থসহ দুই অবৈধ অস্ত্র ব্যবসায়ী যুবকে আটক করা হয়।
পাবনার র্যাব-১২এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা দায়ের করা হয়েছে।##








