খাওয়া মানুষ। তাঁদের আয় নেই, ঘরে খাবার নেই। এসব মানুষের জন্য রান্না করা
খাবারের প্যাকেট নিয়ে গলি থেকে রাজপথ ঘুরে বের হলেন ঈশ্বরদীর স্বেচ্ছাসেবী
সংগঠন তারুন্য ৭১। তাঁদের মাঝে একবেলা খাবার তুলে দিলেন সংগঠনের সদস্যরা ।
এর
আগে ঈশ্বরদী বাস টার্মিনালের কেন্দ্রীয় শহীদ মিনার সংক্ষিপ্ত আলোচনা সভা
হয়। এতে সিনিয়র সাংবাদিক খন্দকার মাহবুবুল হক দুদু বলেন, ‘তারুণ্যের
অনুপ্রেরণা বয়োজষ্ঠেদর জন্যও অন্যতম উৎসাহ। তারুণ্যের হাত ধরে দেশ এগিয়ে
যাবে আরও অনেক দূর’।
দেশকে ভালোবাসার প্রতি সীমাহীন জোর দেন ঈশ্বরদী
নাগরিক কমিটির সদস্য সচিব ও মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের সাধারণ
সম্পাদক সাংবাদিক মোস্তাক আহমেদ কিরণ। তিনি বলেন, সবার আগে দেশকে ভালোবাসতে
হবে। তোমাদের মেধা এ দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বড় হয়ে কেউ বিজ্ঞানী,
ডাক্তার ইঞ্জিনিয়ার হবে। তবে তার সঙ্গে দেশের জন্য অবাধ প্রেম থাকতে হবে।
এদেশের বৃহৎ জনগোষ্ঠীর সাধারণ মানুষকে ভালোবাসতে হবে। তোমরাই বড় হয়ে আমাদের
সকল ব্যর্থতা সফলতায় ভরে দেবে।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শফিকুল ইসলাম শামিম বলেন, ‘আমি যদি
ভালো হই, বাংলাদেশ ভালো হবে। আমি সুন্দর হলে দেশ সুন্দর হবে। আর আমি
খারাপ হলে দেশও খারাপ হবে। তাই তোমার ভালো কাজের সাথে আছো, ভালো কাজের
সাথে থাকবে।
এ সময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্যে রাখেন বিনা
পয়সার পাঠশালা খ্যাত সাদা মনের মানুষ শিক্ষক তাহেরুল ইসলাম, সংগঠনের
আহবায়ক সোহানুর রহমান, সদস্য রিয়াদ ইসলাম ও সাজিফ মাহমুদ মিথুন প্রমুখ।
এ
বিষয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আসিফ সালেহিন বিশাল বলেন, ভালো কাজের জন্য দরকার
ইচ্ছাশক্তি। ইচ্ছা থাকা এবং যত দ্রুত সম্ভব সেটা কার্যকর করা দরকার৷ এখানে
চিন্তা করার সুযোগ নেই৷ যতটুকু সাধ্য, ততটুকুর মধ্যে করে ফেলতে হবে৷ তাই
বলছি, ভালো কাজের জন্য বেশি চিন্তা করার সুযোগ নেই৷








