ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: ‘জীবন বাঁচাতে সবুজের সাথে’স্লোগান নিয়ে স্বেচ্ছাসেবক সংগঠন “তারুন্য ৭১” এর উদ্যোগে ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থানে মঙ্গলবার (০৬ অক্টোবর) বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এতে বনজ গাছ লাগানো হয়।
ওই বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী নাগরিক কমিটির সদস্য সচিব ও মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক সাংবাদিক মোস্তাক আহমেদ কিরণ।
এ ছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক খন্দকার মাহবুবুল হক দুদু ও শিশু কিশোর সংগঠন খেলাঘর ঈশ্বরদী শাখার সহসভাপতি মোস্তাফিজুর রহমান তুফান।
অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক সোহানুর রহমান, সদস্য রিয়াদ ইসলাম, ফয়সাল আলিফ রহমান, সাজিদ মাহমুদ মিথুন, আমিত হাসান শিশির, ওয়াহিফ বাঁধন প্রমুখসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এ বিষয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ সালেহিন বিশাল বলেন, নতুন প্রজন্মকে গাছ লাগানো ও পরিচর্যায় উত্সাহিত করতে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পর্যায় ক্রমে শহরের বিভিন্ন স্থানে ৫০০টি বৃক্ষরোপণ করা হবে।








