১০ই নভেম্বর, ২০২৫ 🔻 ২৫শে কার্তিক, ১৪৩২🔻 ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭

ঈশ্বরদীতে নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি গ্রেপ্তার

শেয়ার করুন:

 পাবনার ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ১৬ জুলাই রাত প্রায় ৩টা ৫০ মিনিটের দিকে উপজেলার ফকিরের বটতলা সংলগ্ন পূর্ব টংগরী স্টেশন রোড এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম মো. গোলাম মোস্তফা ওরফে চান্না মন্ডল (৬৫)। তিনি ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এবং মৃত আব্দুস সাত্তার মন্ডলের ছেলে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এস.এম. আব্দুন নূর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈষম্যবিরোধী এক দফা আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা ঈশ্বরদী থানার মামলা নম্বর ১০(৮)২৪-এর তদন্তাধীন আসামি চান্না মন্ডলের অবস্থান সম্পর্কে গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) এর সার্বিক তত্ত্বাবধানে ও ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।