১২ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ২০শে জমাদিউস সানি, ১৪৪৭

ঈশ্বরদীতে পাওনা টাকা নিয়ে বিরোধে যুবককে গাড়িচাপায় হত্যার অভিযোগ

শেয়ার করুন:

পাবনার ঈশ্বরদীতে পাওনা টাকা না পেয়ে আজাদ হোসেন (৩৩) নামের এক যুবককে রাস্তায় ফেলে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুর জিগাতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় অভিযুক্ত রনি ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের মানিকনগর বালুরখাদ এলাকার আজিবুর রহমানের ছেলে। পেশায় সে অটোরিকশা চালক।

নিহত আজাদ রাজশাহীর বাঘা উপজেলার জোতখা মুন্সি বাজার এলাকার আলী আজমের ছেলে। তিনি চররূপপুর জিগাতলা এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন। সেখান থেকেই আজাদ ঈশ্বরদী ইপিজেডের নাকানো ইন্টারন্যাশনাল নামে একটি কম্পানিতে কাজ করতেন।

আজাদের স্ত্রী বর্ষা খাতুন জানান, পরিচয়ের সূত্র ধরে তার স্বামী মানিকনগর বালুরখাদ এলাকার রনির কাছ থেকে প্রায় তিন মাস আগে ১৫ হাজার টাকা ধার নেন। এই টাকা সঠিক সময়ে ফেরত না দেওয়ায় বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে ঝামেলা চলছিল। ঘটনার দিন সকালে তিনি আজাদকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হয়ে পাবনা-পাকশী বগামিয়া রোডের চররূপপুর জিগাতলা মোড়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় অটোরিকশা নিয়ে আসার সময় রনি তাদের দেখতে পায়। অটোরিকশা থামিয়ে সে আজাদের কাছে ধারের টাকা ফেরত চায়। কিছুদিন পরে টাকা দিতে চাইলে তাদের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

এক পর্যায়ে আজাদকে ধাক্কা দিয়ে রাস্তার ওপর ফেলে দেয় রনি। এরপর আজাদের দেহের ওপর দিয়ে অটোরিকশা চালিয়ে প্রায় বেশ কিছুদূর ছেঁচড়ে নিয়ে যায়। এই সময় তার চিৎকারে লোকজন চলে আসলে রনি পালিয়ে যায়। পরে আজাদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ওসি জানান, নিহত আজাদ হোসেনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাবা আলী আজম বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেছেন। আইনগত পরবর্তী পদক্ষেপ গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।