৮ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭

ঈশ্বরদীতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ

শেয়ার করুন:

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে বিচার ও শাস্তির দাবি করা হয়েছে।

রোববার (০৬ নভেম্বর) রাতে এ শহরের রেলগেট খায়রুজ্জামান বাবু বাস টার্মিনাল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঈশ্বরদী বাজার এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সব মিছিল সমাবেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেন।

এতে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী মালিথার নেতৃত্ব পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটন ও পাবনা- ৪ (ঈশ্বরদী- আটঘরিয়া) আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাসের ছেলে দোলন বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা রাষ্ট্রদ্রোহিতার শামিল উল্লেখ করে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে গর্জে উঠার আহ্বান জানিয়েছেন বক্তারা।

তাঁরা বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা।বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ঔদ্ধত্যপূর্ণ কোনো বিষয় মেনে নেওয়া হবে না। যারা এ ধরনের ঘৃনীত কাজ করছে তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।