উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নায়েব আলী বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মখলেছুর রহমান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বশির আহম্মেদ, ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু ও পাবনা জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সৈয়দ আলী জিরু।ঈশ্বরদী পৌরসভা নর্বিাচনে দলরে মনোনীত ময়ের র্প্রাথীকে বজিয়ী করতে উপজলো ও পৌর আওয়ামী লীগরে যৌথ বশিষে র্বধতি সভা অনুষ্ঠতি হয়ছে।ে
শনবিার (২৬ ডসিম্বের) সন্ধায় শহররে স্টশেন রোডে দলীয় র্কাযালয়রে মলিনায়তনে এই সভা অনুষ্ঠতি হয়।
উপজলো আওয়ামী লীগরে ভারপ্রাপ্ত সভাপতি ও নবনর্বিাচতি উপজলো চয়োরম্যান আলহাজ্ব নায়বে আলী বশ্বিাসরে সভাপতত্বিে সভায় বক্তব্য দনে, উপজলো আওয়ামী লীগরে সাধারণ সম্পাদক মখলছেুর রহমান মন্টিু, উপজলো আওয়ামী লীগরে সনিয়ির সহসভাপতি বীর মুক্তযিোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, পাবনা জলো আওয়ামী লীগরে যুগ্ম সম্পাদক বশরি আহম্মদে, ঈশ্বরদী পৌর আওয়ামী লীগরে সভাপতি আবুল কালাম আজাদ মন্টিু ও পাবনা জলো আওয়ামী লীগরে উপদপ্তর সম্পাদক সযৈ়দ আলী জরিু।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ১৬ জানুয়ারি নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে ইছাহক আলী মালিথা বলেন, সবাই ঐক্যবদ্ধ থেকে নৌকাকে বিজয়ী করতে হবে। ভোটে জয়যুক্ত হলে ঈশ্বরদী পৌরসভাকে আরও আধুনিক ও সুন্দর করে গড়ে তুলবেন। সুখে-দুঃখে সবসময় এলাকার মানুষের পাশে থাকবেন। দলীয় নেতাকর্মীসহ সাধারণ নাগরিকের জন্য ২৪ ঘণ্টা তার দরজা খোলা থাকবে।
সভায় দলীয় নেতাকর্মী ও মনোনয়নপ্রত্যাশী নেতারা নৌকার বিজয় নিশ্চিত করতে অক্ষ বদ্ধ ভাবে কাজ করবেন বলেও অঙ্গীকার ব্যক্ত করেন।








