৯ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৭ই জমাদিউস সানি, ১৪৪৭

উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে চান- ফিরোজ মেম্বার

শেয়ার করুন:

বিশেষ প্রতিনিধিঃ এলাকার উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারও জনগণের সমর্থন ও দোয়া কামনা করেছে পাবনার সুজানগর উপজেলার আহাম্মদপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফিরোজ মোল্লা। আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ১ নং ওয়ার্ডের উন্নয়নের গতি আরও বৃদ্ধি করতে ১১ নভেম্বরের নির্বাচনে তিনি ইউপি সদস্য হিসেবে আলোচনায় শীর্ষে রয়েছে। গত ৫ বছরের তার নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন সাধনের জন্য ভোটাররা তাকেই পূর্ণরায় মেম্বার হিসেবে দেখতে চান। ফিরোজ মোল্লা গত পাঁচ বছরে তার নির্বাচনী এলাকায় রাস্তা ঘাট, কালভার্ট, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি অনুদান, এলাকায় শত ভাগ বয়স্ক ও বিধবা ভাতা প্রদান, কৃষকদের মাঝে স্প্রে মেশিন, সার ও বীজ বিতরণ, করোনা কালিন ও বিভিন্ন দূর্যোগ কালিন সময়ে সরকারি এবং ব্যক্তিগত অর্থ বিতরণ করেছে। তার সমাজ সেবা মূলক কাজের কারণে সাধারণ জনগণ পূর্ণরায় ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে ফিরোজ মোল্লাকে সমর্থন জ্ঞাপন করেছে।

বিগত সময়ে নিজের উন্নয়ন মূলক কর্মকান্ড বিষয়ে ফিরোজ মেম্বার জানান, তার সময়ে অবহেলিত ১ নং ওয়ার্ডে ৮/১০টি সড়ক নির্মান করা হয়েছে। সড়কগুলোর মধ্যে উল্লেখ যোগ্য হলো আলোকিত মুজিব সড়ক, জয় বাংলা ও বঙ্গবন্ধু সড়ক, চরগোবিন্দপুর ডাঙ্গাপাড়া আকবর সরকারের বাড়ি হতে খাঁ বাড়ি পর্যন্ত রাস্তা, মরহুম আকবর প্রাং এর বাড়ির রাস্তা, মধ্য পাড়ার ক্যানালের উপরে নতুন রাস্তা, মরহুম আবুল হোসেন তারা মোল্লার বাড়ির রাস্তা এইচবি করণ। চরগোবিন্দপুর গোরস্থান সংলগ্ন আত্রাই নদী ও নায়েব আলীর দোকানের সামনে  ক্যানালে গোসলের ঘাট নির্মান। চরগোবিন্দপুর বাজারের পানি নিস্কাশনের ড্রেন নির্মান। নায়েব আলীর দোকানের সামনে বঙ্গবন্ধুর মোর‌্যাল স্থাপন। তিনি আরও জানান দারিদ্র দুরকরণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে আমার নির্বাচনী এলাকায় নতুন ও পুরাতন মিলে শতভাগ বয়স্ক ও বিধবা ভাতা প্রদান করা হয়েছে। পরিবারের বোঝা মুক্ত করণে প্রতিবন্ধীদের ভাতা ও হুইল চেয়ার দেওয়া হয়েছে। কৃষি জমির পানি নিস্কাশনের জন্য কালভার্ট ও সড়কের বিভিন্ন স্থানে সোলার এবং ল্যাম্প পোস্ট স্থাপন করা হয়েছে। এছাড়াও দৃশ্যমান ও ছোটখাটো অনেক উন্নয়ন সাধন করা হয়েছে। যা দীর্ঘ দিনেও সম্ভাব হয়নি।
ইউপি সদস্য ফিরোজ মোল্লা আরও জানান, দ্বিতীয় মেয়াদে এলাকাবাসী আমাকে ভোট দিয়ে মেম্বার নির্বাচিত করবে এটা আমার আশা। আমি পূর্ণরায় মেম্বার হলে অবহেলিত এ ওয়ার্ডকে পৌর এলাকার মত পরিস্কার, জলমল, সমস্যাহীন ওয়ার্ডে রুপান্তর করার চেষ্টা চালিয়ে যাব। প্রধান মন্ত্রী শেখ হাসিনার “গ্রাম হবে শহর” এ স্বপ্ন বাস্তবায়নের জন্য ও সরকারের উন্নয়নকে গতিশীল করতে প্রচেষ্টা অব্যাহত রাখব।