২৫শে অক্টোবর, ২০২৫ 🔻 ৯ই কার্তিক, ১৪৩২🔻 ২রা জমাদিউল আউয়াল, ১৪৪৭

এসএসসি ফলাফল ২০২৫:শতভাগ পাস স্কুল কমেছে ২ হাজার, ব্যর্থ প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে ১৩৪

শেয়ার করুন:

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) প্রকাশিত হয়েছে। ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এবার বিভিন্ন সূচকে বড় ধস নেমেছে।

এ বছর ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যা গত বছরের তুলনায় ৪৩ হাজার ৯৭ জন কম। ২০২৪ সালে জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৮২ হাজার ১২৯ জন।

চলতি বছর ১৯ লাখ ৪ হাজার ৮৬ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়। গত বছরের তুলনায় এই সংখ্যা প্রায় ১ লাখ কম।

তিন বোর্ডে পাসের হার

  •  সাধারণ শিক্ষা বোর্ড (৯টি): ৬৮.০৪%
  •  মাদরাসা বোর্ড: ৬৮.০৯%
  •  কারিগরি বোর্ড: ৭৩.৬৩%

এ বছর শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৯৮৪টি, যেখানে ২০২৪ সালে ছিল ২ হাজার ৯৬৮টি। এক বছরের ব্যবধানে কমেছে ১ হাজার ৯৮৪টি প্রতিষ্ঠান।

অন্যদিকে, যেসব প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পাস করেনি, সেগুলোর সংখ্যা ২০২৪ সালে ছিল ৫১টি, যা এবার ৮৩টি বেড়ে দাঁড়িয়েছে ১৩৪টিতে।

শিক্ষাবিদ ও সংশ্লিষ্টরা বলছেন, পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়া, পাঠ্যবই পরিবর্তন, সিলেবাস সংকট এবং শিক্ষকদের প্রশিক্ষণ ঘাটতিসহ একাধিক কারণে ফলাফলের মান নেমে গেছে।