১০ই ডিসেম্বর, ২০২৫ 🔻 ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২🔻 ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭

এ কেমন শক্রতা সাঁথিয়ায় নব নির্মি ভবনে ভাংচুর

শেয়ার করুন:

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ  এ কেমন শক্রতা, পাবনার সাঁথিয়ায় নবনির্মিত আবাসিক ভবনে ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘেেটছে । গত বৃহস্পতিবার ১ এপ্রিল/২১ দিবাগত রাতের সাঁথিয়া পৌর সদরের দক্ষিন বোয়াইলমারী গ্রামে।
সাঁথিয়া থানায় লিখিত অভিযোগে জানা যায়, সাঁথিয়া পৌর সদরের ৪নং ওয়ার্ডের দক্ষিন বোয়াইলমারী গ্রামে শিক্ষক একেএম আজাদ রহমান বসবাসের জন্য একটি বিল্ডিং নির্মান করেন। গত বৃহস্পতিবার ১ এপ্রিল/২১ দিবাগত রাতের কোন এক সময় কে বা কাহারা (দুর্বৃত্তরা) আবাসিক ভবনের কয়েকটি জানালার থাই গ্লাস ভেঙ্গে ফেলে। এ ঘটনায় শিক্ষক আজাদ রহমান ২ এপ্রিল থানায় লিখিত অভিযোগ দিলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে শিক্ষক আজাদ রহমান জানান, দুর্বৃত্তরা আমার ঘরের জানালার গ্লাস ভেঙ্গে অনেক টাকার ক্ষতিসাধন করেছে আমি ভবিষ্যতে বসবাস করা নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছি এবং নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ ব্যাপারে সাঁথিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল তদন্ত করে প্রযোজনীয় ব্যবস্থা নেয়া হবে।##